ঢাকা, শুক্রবার, ৩ মে, ২০২৪

রাজধানীতে হিট স্ট্রোকে রিকশাচালকের মৃত্যু

রাজধানীতে প্রচণ্ড গরমে রিকশা চালিয়ে রাস্তার অচেতন হয়ে পড়ে রিকশাচালক আব্দুল আউয়ালের (৪৫) মৃত্যু হয়েছে।  সোমবার বিকালে ঢাকা মেডিকেল নার্সিং কলেজের পেছনের রাস্তায় এ ঘটনাটি ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালরি জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর বিকাল সাড়ে ৪টায় মৃত ঘোষণা করেন।হবিগঞ্জের লাখাই উপজেলার সিংহগ্রামের মৃত আজম আলীর ছেলে। বর্তমানে নারায়ণগঞ্জের শিবুমার্কেট এলাকায় থাকতেন তিনি। 


রিকশা মালিক মহিবুল আলম বলেন, আউয়াল আমার রিকশা ভাড়ায় চালাতো। আমার রিকশার গ্যারেজ শনিরআখড়ায়। মৃতের স্বজনদের সংবাদ দেয়া হয়েছে।শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন বসাক বিষয়টি নিশ্চিত করে বলেন, ধারণা করা হয়েছে হয়তো হিট স্ট্রোকে তার মৃত্যু হতে পারে। মৃতদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে। 


ঘটনাস্থলের আশপাশের লোকজনের বরাত দিয়ে তিনি বলেন, লোকটি রিকশা চালিয়ে এসে নার্সিং কলেজের পেছনের রাস্তায় খিচুড়ি পট্টিতে রিকশা থেকে নিচে পড়ে খিঁচুনি হয়ে ঘটনাস্থলে অচেতন হয় পড়ে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত বলে জানান। 

ads

Our Facebook Page